নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: মঙ্গলবার ৩০,জানুয়ারি :: সরকারি পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে হেলিকপ্টারে উড়ে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি প্রথমে উত্তর দিনাজপুরের চোপড়া এবং ইসলামপুরে কিছু কর্মসূচি পালন করে হেলিকপ্টারে উড়ে আসেন রায়গঞ্জে।
সেখানে তিনি ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন। এরপর তিনি পদব্রজে রায়গঞ্জ স্টেডিয়ামে প্রবেশ করে সেখানে একগুচ্ছ সরকারি পরিষেবার প্রদান করেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা প্রাপকদের হাতে।
এরপর তিনি মা-মাটি-মানুষের সরকার গত ১২ বছরে কি করেছেন তার খতিয়ান তুলে ধরেন। কেন্দ্রীয় সরকারের অবহেলা ও বঞ্চনার খতিয়ান তুলে ধরেন এবং একাই চলার মত প্রকাশ করে জনগণের কাছে সাথে থাকার অনুরোধ করে বিদায় নেন।