নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ৩১,জানুয়ারি :: রাহুলকে দেখতে না পেয়ে রাহুলের ব্যানার এবং পতাকা ছিড়ে ফেললেন ক্ষুব্ধ কর্মীরা। মালদায় রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রা শুরুর সময় থেকেই বিশৃঙ্খলা।প্রথমে বাংলা-বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুরের মহরাপাড়া এলাকায় পতাকা হস্তান্তর করে সভা করার কথা ছিল রাহুলের।কিন্তু ভিড়ের জেরে সেই সভা বাতিল হয়।
বাস থেকেই নামেন নি রাহুল।পরবর্তীতে ভালুকা অবধি রাহুলের যাত্রাতেও রাস্তার দুই পাশে থাকা কংগ্রেস নেতা কর্মীরা রাহুলকে দেখতে পাননি।এমনকি রাহুল কোন গাড়িতে তাও বুঝতে পারেন নি। তারপরেই ক্ষোভে ফেটে পড়ে তারা।হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুরে কংগ্রেসের পতাকা এবং রাহুলের ব্যানার ছিঁড়ে দেয় কর্মীরা।যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।স্থানীয় কংগ্রেস নেতারাও কার্যত হতাশ।