নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ১,ফেব্রুয়ারি :: সিমেন্ট বোঝায় ট্রাকের ধাক্কায় মৃত্যু নাবালিকার। ট্রাক আগুন লাগিয়ে রাস্তা অবরোধে নামলো স্থানীয়রা।পুলিশের বিরুদ্ধে তুমুল ক্ষোভ উগরে দেয় অবরোধকারীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।
মৃতা নাবালিকার নাম অপু ঘোষ (১৭)। একাদশ শ্রেণীর পড়ুয়া। কাঁকসার রক্ষিতপুরের বাসিন্দা। বুধবার রাতে টিউশন থেকে বাড়ি ফিরছিল। তখনই কাঁকসার লোহাগুরি এলাকায় প্রচন্ড গতিতে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপুকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় অপুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
উত্তেজিত জনতা পথ অবরোধ করে এবং সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন লাগিয়ে দেয়। শুরু হয় তুমুল বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মৃতা নাবালিকার কাকা দেবপ্রকাশ ঘোষের অভিযোগ, পুলিশের গাফিলতির জেরে তাঁদের মেয়েকে মৃত্যুর মুখে পড়তে হল। নিত্যদিন ভারী গাড়ির যাতায়াতের জেরে আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হয় তাঁদের। আজও তাঁর ভাইজি টিউশন থেকে বাড়ি ফিরছিল তখনই প্রচন্ড গতিতে থাকা সিমেন্ট বোঝাই ছোট ট্রাকটি ধাক্কা মারে। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।