নিজস্ব সংবাদদাতা ;: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ২,ফেব্রুয়ারি :: সরকারি কারিগরি কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে বড় বড় গাছ কেটে ফেলার অভিযোগ |অভিযোগের তীর সাঁতরাগাছি আইটিআই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে | হাওড়া হোমস আইটিআই কলেজ নামে খ্যাত এই কলেজের মাঠে প্রাতঃভ্রমণকরি ও স্থানীয় বাসিন্দাদের দাবি বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে কলেজের গেটে ঢুকে বাম দিকে বেশ কিছু গাছে মোটা মোটা গুড়ি ও ডাল পড়ে রয়েছে |
যেখানে গাছ গুলি ছিল সেখানে দেখা যাচ্ছে নতুন কনস্ট্রাকশন এর কাজ চলছে | অভিযোগকারীদের দাবি, কলেজ চত্বরে বেশ কিছু পুরোনো বড় বড় গাছে কেটে ফেলা হয়েছে | কলেজ চত্বরে পরে রয়েছে কেটেফেলা গাছের অংশগুলি | কলেজ কর্তৃপক্ষ কে জানাতে চাইলেও তারা কেউই দেখা করতে চায়নি বলে দাবি তাদের |
এদিকে এই অভিযোগ পাওয়ার পর কলেজের ডেপুটি ডিরেক্টরের কাছে বিষয়টি কথা বলতে গেলে দীর্ঘক্ষণ বাইরে দাঁড় করিয়ে তারপর তার দফতরের কর্মীকে দিয়ে বলে পাঠান তিনি দেখা করতে পারবেন না | এদিকে এই অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে কলেজের প্রিন্সিপাল পরিতোষ দাস ফোনে অভিযোগ অস্বীকার করেন।
কর্তৃপক্ষের দাবি সরকারি দফতরের অনুমতি নিয়েই কাটা হয়েছে গাছ, গাছের ডাল কাটা হয়েছে কিন্তু ছবি বলছে অন্য কথা | প্রশ্ন উঠছে পূর্ত দফতর ও বনদফতরের অনুমতি পেলেই কি এই ভাবে পরিবেশ নষ্ট করতে পারে কোন শিক্ষা প্রতিষ্ঠান |