সৌমাল্য ব্যানার্জি :: সংবাদ প্রবাহ :: ময়না :: কথাই বলে “বাঁচো এবং বাঁচতে দাও Live and let Live” এই কথাটাই আমার ও প্রমাণ করলেন পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার গড় ময়না গ্রামের প্রশান্ত কুমার মাইতি। অতি বর্ষণে ময়নার চারিদিক জল মগ্ন। সাপেরা এখন আশ্রয়হীন। তারা আশ্রয়হীন অবস্থায় মানুষের বাড়িতে ঢুকে পড়ছে ও মানুষ ভয়ে মেরে ফেলেছে।
বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ পরিবেশের ecosystem এর গুরুত্ব না বুঝে এদের মেরে ফেলে। ফলে দিন দিন এদের জীবন বিপন্ন হচ্ছে। ২ দিন আগেই প্রশান্ত কুমার মাইতির বাড়িতে ঢোকে দুটি কেউটে সাপ । সেগুলিকে ধরে দুদিন বাড়িতে রাখার পর অবশেষে আজ হলদিয়ার বনদপ্তর কর্মীদের সাড়া পান এবং তাদের হাতে তুলে দেয় প্রশান্ত বাবু। তাদের উদ্যোগে জঙ্গলের কোলে ফেরানো হচ্ছে কেউটের দুটি বাচ্চাকে। বনদপ্তর এর কর্মীরা সাপ দুটিকে ঝাড়গ্রামের জঙ্গলে ছাড়বেন বলে জানা গিয়েছে।