সুদেষ্ণা মন্ডল ;: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: শুক্রবার ২,ফেব্রুয়ারি :: আতঙ্কের পরিবেশ কাটিয়ে কড়া নিরাপত্তার মধ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হল নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে। স্কুল চত্বরে এবং বাইরের রাস্তায় সকাল থেকেই নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন নরেন্দ্রপুর থানার আইসি অনির্বাণ বিশ্বাস। কড়া নিরাপত্তার মধ্যেই পরীক্ষার্থীরা সেন্টারে প্রবেশ করেন তারা। স্কুলের সামনে কোনো অভিভাবককে থাকতে দেওয়া হয়নি।
প্রশাসনের পক্ষ থেকে আপাতত স্কুল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সোনারপুর বিডিও সিঞ্জিনি সেনগুপ্ত কে। তিনি নিজে সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। পরীক্ষা শুরু হওয়ার আগেই সকাল সাড়ে নটার মধ্যে তিনি স্কুলে চলে আসেন। প্রতিটি ক্লাসরুম তিনি নিজে ঘুরে দেখেন। কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নেন।
পরীক্ষা শুরুর পর স্কুলে আসেন বারুইপুরের মহকুমা শাসক চিত্রদীপ সেন। তিনি দশটা দশ নাগাদ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন এবং ঘুরে দেখেন। প্রায় আধঘন্টা পর পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তিনি জানান পরীক্ষা নির্বিঘ্নে শুরু হয়েছে। মোট ২৩১ জন পরীক্ষার্থী সবাই এসেছে বলে জানান।
এদিকে এই ঘটনায় ধৃত চারজনকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এর মধ্যে রয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য অলোক নাড়ু, স্কুল পরিচালন কমিটির সদস্য মানিজুর রহমান, এছাড়া বিষ্ণুপুর ব্লকের পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য প্রবীর সরদার এবং পানাকুয়া গ্রামের রাঘবপুর এলাকার বুথ সভাপতি অসীম ঈশ্বরকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে পুলিশ।