নিজস্ব সংবাদদাতা ;: সংবাদ প্রবাহ :: বেলুড় :: শুক্রবার ২,ফেব্রুয়ারি :: চিরাচরিত রীতি মেনে বিনম্র ভক্তি এবং নিষ্ঠায় বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্ম তিথি উৎসব । প্রথা অনুযায়ী ভোর বেলায় মূল মন্দিরে মঙ্গলারতি দিয়ে দিনের শুরু। ক্রম অনুযায়ী স্বামীজীর মন্দির এবং অস্থায়ীভাবে নির্মিত মন্ডপে সারা দিন ব্যাপী চলবে নানা ধর্মীয় অনুষ্ঠান।
বৈদিক মন্ত্র উচ্চারণ, প্রভাতী বন্দনা, বিশেষ পূজা, হোম ইত্যাদি স্বামীজীর মন্দিরে হবে। এরপর মন্ডপে সাধন-ভজন, গীতি-আলেখ্য, বৈদিক সংগীত, স্বামীজীর জীবনী ও দর্শন নিয়ে আলোচনা ইত্যাদি এবং বিকালে ধর্মসভা। এরই মাঝে আগত ভক্তদের জন্য থাকবে খিচূড়ি ভোগের আয়োজন। এই উপলক্ষে আজ বেলুড় মঠ সারা দিন খোলা থাকবে