নিজস্ব সংবাদদাতা ;: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: শুক্রবার ২,ফেব্রুয়ারি :: গতকাল রাতে মুর্শিদাবাদের কান্দির হাজারপুর গ্ৰামে রাত্রি যাপন করেন রাহুল গান্ধী। আর সেখানে থেকে আজ সকাল ৮ টায় ফের রোড শো করার কথা থাকলেও মাধ্যমিক পরীক্ষার কারণে হঠাৎ করেই রাহুলের যাত্রায় গ্ৰীন সিগন্যাল দিতে চাইনি পুলিশ ।
আর তার প্রতিবাদে সকাল ১০ টা নাগাদ কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কে বসে অবস্থান বিক্ষোভ ও বেশ কিছুক্ষন যান চলাচল অবরোধ করে রাখে কংগ্রেস ও বাম কর্মী সমর্থকরা।যদিও মিনিট ২০ অবরোধ চলার পর পুলিশের পক্ষ থেকে ছাড়া হয় রাহুলের ন্যায় যাত্রা।
সকাল ১০:৩০ টা নাগাদ কান্দির গোকর্ণ হাসপাতাল মোড়ে হুড খোলা গাড়িতে এসে পৌঁছায় রাহুল গান্ধী,সঙ্গে ছিলেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।ঘন কুয়াশা কে উপেক্ষা করে রাহুলকে দেখতে যেমন ভিড় জমিয়েছিল কংগ্রেস ও বাম কর্মী সমর্থকেরা ঠিক তেমনি উচ্ছ্বাস দেখা গেছে সাধারণ মানুষের মধ্যেও ।
কান্দি বাস স্ট্যান্ড ও বড়ঞার কুলি মোড়েও রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিল রাস্তার দু পাশে বহু কর্মী সমর্থক। এদিন খরগ্রাম হয়ে বীরভূমের উদ্দেশ্যে রওনা দিয়েছে । বড়ঞার কুলি মোড়ে রাহুলকে শুভেচ্ছা জানাতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একদল ক্ষুদে শিশুদের হাতে চকলেট তুলে দিয়ে জনসংযোগও সারতে দেখা গেলো রাহুল গান্ধীকে।