নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শনিবার ৩,ফেব্রুয়ারি :: ঘন কুয়াশা চাদরে ঢেকে গিয়েছে গোটা দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। ঘন কুয়াশার কারণে বন্ধ ভেসেল পরিষেবা। সমস্যার মধ্যে পড়েছে নিত্যযাত্রীরা। দৃশ্যমান্যতার অভাব কারণে স্বাভাবিকের তুলনায় কিছুটা হলেও দেরিতে চলছে শিয়ালদহ দক্ষিণ শাখা ট্রেনগুলি। এছাড়াও ঘন কুয়াশার কারণে দক্ষিণ ২৪ পরগনার ১১৭ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আনা হয়েছে।
কুয়াশার মধ্যে ফগ লাইট ব্যবহার করে ধীর গতিতে যাচ্ছে যানবাহন। দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন ফেরিঘাট গুলিতে ঘন কুয়াশার কারণে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল পরিষেবা। ফেরী চলাচল পরিষেবা বন্ধ থাকার কারণে সমস্যার মুখে পড়েছে নিত্যযাত্রীরা। গঙ্গাসাগর এর কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ লট নম্বর ৮ পর্যন্ত ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এর কারণে সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা ।
সুকল্যাণ মন্ডল নামে এক রোগীর আত্মীয় তিনি বলেন, ভোর চারটা থেকে ফেরিঘাটের অপেক্ষা করছি। কিন্তু ভেসেল পরিষেবা বন্ধ থাকার কারণে ভেসেল চলাচল করছে না এর ফলে সমস্যায় পড়েছি। রোগীকে আমরা কাকদ্বীপে নিয়ে যেতে পারছি না।
ঘন কুয়াশার কারণে বন্ধ রাখা হয়েছে ভেসেল পরিষেবা কখন ভেসেল পরিষেবা পুনরায় চালু হবে তা আমরা জানিনা। যদিও এ বিষয়ে ভেসেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবের জেরে বন্ধ রাখা হয়েছে ভেসেল পরিষেবা।