নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আরামবাগে :: শনিবার ৩,ফেব্রুয়ারি :: বর্ধমান আরামবাগ রোডে ফের দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে শনিবার । জানা গিয়েছে যে আরামবাগের দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর। মিরেপোতা বাজার ইন্দুটি ঢালের কাছে আসতেই ওয়েব্রিজে কর্মরত এক শ্রমিককে ধাক্কা মারে ওই ট্রাকটরটি।
ট্রাক্টরের ধাক্কায় কার্যত ছিটকে পড়ে যান ওই ব্যক্তি। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছান এবং সেহারা বাজার ফাঁড়ির পুলিশ ও সেহারা বাজার ট্রাফিক পুলিশ কে খবর দেন। দুর্ঘটনা স্থলে পৌঁছে সেহারাবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ ও সেহারাবাজার ট্রাফিক ওসি ও কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান ।
এ কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শী শেখ সিরাজুল হক। ট্রাকের গতিবেগ বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল শুরু হয়ে যায় গোটা এলাকায়। দুর্ঘটনার খবর চাউর হতেই ভিড় জমে যায় ওই এলাকায়। বর্ধমান- আরামবাগ রুটে পথ দুর্ঘটনা নতুন নয়।
বর্ধমান আরামবাগ রোডে প্রায় প্রত্যেকদিন দুর্ঘটনা যেন লেগেই রয়েছে। বারবার সতর্ক করা হলেও হুঁশ ফিরছেনা গাড়ির চালকদের। তার ফলশ্রুতিতেই মাঝেমধ্যেই ঘটছে ভয়ঙ্কর দুর্ঘটনা।এই রকম ঘটনা ঘটায় প্রশাসন কিংবা গাড়ি চালকদের, হুঁশ ফিরবে কবে ? প্রশ্ন জাগছে সাধারণ মানুষের মনে।