সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: গ্যাংটক :: রবিবার ৪,ফেব্রুয়ারি :: ফেব্রুয়ারী মাস পড়ে গেলেও শীতের দাপট অব্যাহত। সমতলে কিছুটা তাপমাত্রা বাড়লেও পাহাড়ে ঠান্ডার দাপট বজায় রয়েছে। সিকিমের নাথুলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা মাইনাসে ঘোরাঘুরি করছে। একই অবস্থা লাচুনের, কনকনে ঠান্ডায় কাঁপছে।
বেশ কিছু জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ০ ডিগ্রি থেকে নিচে নেমে গেছে। গত বৃহস্পতিবার থেকে সিকিম জুড়ে বৃষ্টিপাত ও উচু জায়গায় তুষারপাতার ঘটনা ঘটেছে। অনেক জায়গায় রাস্তা ঘরবাড়ি বরফের সাদা চাদরে ঢেকে গিয়েছে। লাচেন , লাচুন ছাঙ্গু সহ একাধিক জায়গায় ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে সেই কারণে নাথুলায় পারমিট দেওয়া বন্ধ রয়েছে।
কনকনে ঠান্ডায় কাঁপছে সিকিম যে কারণে একাধিক জনপদগুলি প্রায় জন মানব শূন্য। খুব একটা প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হচ্ছে না সাধারণ মানুষ।