নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ৪,ফেব্রুয়ারি :: হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ । শনিবার কোচবিহার পুলিশ লাইন কনফারেন্স হলে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মোবাইল মালিকদের হাতে মোবাইল ফোন গুলো তুলে দেয় পুলিশ ।
কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন নিজেদের মোবাইল ফোনগুলোকে ঠিক করে রাখতে হবে। তার কারণ মোবাইল ফোনে অনেক রকম ডাটা থাকে সেগুলো হারিয়ে গেলে সেখান থেকে বিভিন্ন অপরাধমূলক কাজ হতে পারে। একই সঙ্গে তিনি বলেন যদি মোবাইল ফোন হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে আই এম ই নাম্বার দিয়ে থানায় অভিযোগ জানাতে হবে ।
পুলিশ মোবাইল গুলো উদ্ধার করলে মালিককে ডেকে সেই মোবাইল তাদের হাতে তুলে দেওয়া হবে। প্রতিমাসে সেই মতো উদ্ধার করে মোবাইল তুলে দেওয়া হচ্ছে গত এক মাসে যে সমস্ত মোবাইল হারিয়েছে সেগুলো আজ মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।