ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ৪,ফেব্রুয়ারি :: উত্তরপ্রদেশ অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস)-এর হাতে গ্রেপ্তার হল এক ব্যক্তি । ধৃতের নাম নাম সত্যেন্দ্র সিওয়াল। সে মস্কোয় ভারতীয় দূতাবাসে কাজ করত বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের ওয়াহাপুরের শাহমহিউদ্দিনপুর গ্রামের বাসিন্দা সত্যেন্দ্র। তাকে মিরাট থেকে গ্রেপ্তার করেছে এটিএস।
২০২১ সাল থেকে মস্কোয় ভারতীয় দূতাবাসে কাজ করত সে। তখন থেকেই পাকিস্তানের আইএসআইকে ভারতের বিভিন্ন গোপন তথ্য সে পাচার করেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই সে বিদেশমন্ত্রক ও ভারতীয় সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছে বলে জানতে পেরেছে এটিএস। যদিও প্রাথমিকভাবে জেরায় সে কোনও অভিযোগ স্বীকার করেনি।