সমাজসেবী দেবাশীষ সর্দারের উদ্যোগে ধুমডাঙ্গী আশ্রমে দুস্থদের মধ্যে কম্বল বিতরণসহ একাধিক কর্মসূচি

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ৫,ফেব্রুয়ারি :: এদিন ঐতিহ্যবাহী ধুমডাঙ্গী আশ্রমে সংলগ্ন এলাকার গ্রামবাসীদের জন্য একাধিক সামাজিক কর্মসূচি করা হয়। লোক কথা অনুযায়ী এই ধূমডাঙ্গী আশ্রম বহু পুরনো, এই আশ্রমে মাঝে মধ্যেই আসতেন ভবানী পাঠক। সংলগ্ন এলাকার গ্রামবাসীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন তিনি। মাঝে মধ্যেই এই আশ্রমে একাধিক সামাজিক উদ্যোগ নেওয়া হয়ে থাকে।

এদিন সকালে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ, এছাড়া গ্রামবাসীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির ,চক্ষু পরীক্ষা শিবির, আয়ুর্বেদিক চিকিৎসার সুবিধা প্রদান করা হয়। এদিন অন্তত ত্রিশ জন মানুষের হাতে তুলে দেওয়া হয় কম্বল। সমাজসেবী দেবাশিষ সর্দারের উদ্যোগে এই কর্মসূচি রূপায়িত করা হয়।

তিনি এই বিষয়ে জানান অর্থের অভাবের কারণে গ্রামবাসীরা চিকিৎসা করাতে পারেন না তাই তাদের কথা ভেবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ,স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়ুর্বেদিক চিকিৎসার সুবিধা প্রদান করা। এছাড়া অর্থের কারণে প্রচন্ড শীতের মধ্যে কম্বল কিনতে পারেন না গ্রামবাসীরা তাই তাদের কথা ভেবে এই কম্বল বিতরণ উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =