নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ৭,ফেব্রুয়ারি :: বাড়িতে ভুল করে মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড ফেলে আসার জন্য পরীক্ষায় বসতে পারছিল না ছাত্রী। ছাত্রীর নাম ফাতিমা খাতুন চল্লিশ নম্বর জালিগেট ভোট বাগানের বাসিন্দা পরীক্ষার হলে এসে কাঁদতে শুরু করে ।
সেই দেখে কর্মরত ট্রাফিক এ এস আই শঙ্কর গোস্বামী তার দিকে এগিয়ে যায় এবং জানতে চায় কি হয়েছে । সব জানতে পেরে তিনি নিজে দায়িত্বে সেই অ্যাডমিট কার্ড বাড়ি থেকে নিয়ে এসে পরীক্ষার্থীকে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন।