নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বুধবার ৭,ফেব্রুয়ারি :: স্থানীয়দের কাজের দাবি,ও পরিবেশ দূষণ রোখার দাবি নিয়ে কাঁকসার বাঁশকোপার একটি বেসরকারি কারখানার গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। এদিন কারখানার গেটের সামনে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসীদের অভিযোগ কারখানার দূষিত ছাই গোটা গ্রামে ছড়িয়ে গিয়ে অনেকেই স্বাস কষ্টে ভুগছে। গ্রামের অধিকাংশ জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে। গত এক বছর আগে তারা এই বিষয়ে আন্দোলন করলে কারখানা কর্তৃপক্ষ দূষণ বন্ধ করার জন্য গ্রামবাসীদের আশ্বাস দিয়েছিল। কিছুদিন বন্ধ থাকার পর পরে ফের দূষণের মাত্রা বেড়ে যায়।যার জেরে সমস্যায় পড়েন গ্রামের মানুষ।
অন্যদিকে গ্রামের বহু বেকার যুবক কাজ পাওয়ার আশায় কারখানা গড়ার জন্য জমি দিয়েছিলেন কিন্তু কারখানা কর্তৃপক্ষ বহিরাগতদের কাজের নিলেও স্থানীয়দের কাজ থেকে বঞ্চিত করে রেখেছে বলে অভিযোগ। তাই যতক্ষন না তাদের দাবি পূরণ হবে এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।