নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: বৃহস্পতিবার ৮,ফেরুয়ারি :: সরকারি আইনজীবী প্রতুল মৈত্রর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবারে রাস্তায় নামলো বিজেপি। মুখে কালো কাপড় বেধে বালুরঘাট শহর জুড়ে মৌন মিছিল করে বিজেপি নেতৃত্বরা। যার পুরো ভাগে থেকে নেতৃত্ব দেন বিজেপির সাধারণ সম্পাদক বাপী সরকার।
বিজেপির দাবি, আদালতের মধ্যে নাবালিকার শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনায় বুনিয়াদপুরের সরকারি আইনজীবী তথা তৃণমূল নেতা প্রতুল মৈত্রকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। পাশাপাশি এমন ঘৃণ্যতম অপরাধের পরেও ওই সরকারী আইনজীবী তথা তৃণমূল নেতার বিরুদ্ধে কেন তার দল এখনো কোন ব্যবস্থা নেয়নি তা নিয়েও সরব হয়েছে বিজেপি নেতৃত্বরা।
প্রসঙ্গত, প্রায় মাস তিনেক আগে গঙ্গারামপুর থানা এলাকার বাসিন্দা এক নাবালিকা অপহৃত হয়েছিল। অভিযোগ সেই মামলায় গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী প্রতুল মৈত্র ওই নাবালিকাকে তার দরজা বন্ধ চেম্বারে ডেকে নিয়ে যায়। সেখানেই তার গোপন জবানবন্দি নেবার নাম করে ধর্ষণ ও শ্লীলতাহানি চালায় বলে অভিযোগ। এরপরেই ওই নাবালিকা পুরো ঘটনা জানিয়ে দেয় তার পরিবারের লোকজনকে।
যা নিয়েই ওই নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ জানানো হলে বংশীহারি থানার পুলিশ সরকারি আইনজীবী প্রতুল মৈত্রকে গ্রেফতার করে। যার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির পস্কো ও পোয়া আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রজু করে পুলিশ। এদিন সেই সরকারি আইনজীবী তথা তৃণমূল নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে রাস্তায় নামে বিজেপি নেতৃত্বরা।