নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৮,ফেরুয়ারি :: : মালদা জেলায় একের পর এক সোনার দোকানে ডাকাতি আবার কখনো সোনা ব্যবসায়ীকে রাস্তায় ধরে মারধর করে ছিনতাই ঘটনা ঘটে চলেছে মালদার বিভিন্ন প্রান্তে। পুলিশ প্রশাসনের ওপর কোনো রকম ভরসা না রেখে আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে জানানোর দাবি জানাচ্ছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সকল ব্যবসায়ীরা।
তারই অঙ্গ হিসেবে মালদা জেলার রথবাড়ি এলাকায় সাঁকো পাড়ায় মালদা বাণিজ্যিক ভবনে হয়ে গেল ১৮২ সংগঠনকে নিয়ে হয়ে গেল বৈঠক। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু ছিলেন সভাপতি উত্তম বসাক সহ অন্যান্যরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান গত দুই তিন মাস ধরে জেলার বিভিন্ন প্রান্তে কখনো গাজোল কখনো চাচোল আবার কখনো বুলবুলচন্ডী এলাকায় একের পর এক সোনা দোকানে ডাকাতি
আবার কখনো সোনার ব্যবসায়ীকে রাস্তায় ধরে মারধর করে ছিনতাই আবার কখনো ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে হত্যা করা সহ একাধিক দাবি নিয়ে আগামী ১৫ তারিখ জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি তুলে দিবে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে।
যদি কোনরকম সুরাহা না হয় তাহলে আগামীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হবে মালদা জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি মালদা জেলার বিভিন্ন প্রান্তে মদ গাঁজা সহ বিভিন্ন মাদক জাতীয় দ্রব্য বন্ধ করতে হবে।