সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৮,ফেরুয়ারি :: শিলিগুড়ি পুর নিগমের আন্তরিক প্রয়াস হলো নবম ও দশম শ্রেণীর দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের জন্য নিঃশুল্ক শিক্ষা-সহায়তা শিবির ,নাম ‘আলোর দিশারি। উক্ত শিবিরের পরিসর আরো বড়মাপে করবার লক্ষ্যে ৩৪ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকা, বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য মন্ডলীর সাথে বৈঠক হলো রামকিঙ্কর হলে বুধবার সন্ধ্যায়।
উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব ,ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এম এম আই শ্রাবণী দত্ত । আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের পরিচালন কমিটির সদস্যগণ। এই বছর উক্ত শিবিরের উদ্যোগ ও সহায়তায় এই শিবির থেকে বেশ কিছু সংখ্যক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে । এই শিবিরের সহায়তা যাতে আরো বেশি সংখ্যক দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীরা পেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়।