নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শুক্রবার ৯,ফেব্রুয়ারি :: প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জাল ওষুধের রমরমা কারবার দক্ষিণ দিনাজপুরে। গোপন খবরে পুলিশকে সঙ্গে নিয়ে ড্রাগ কন্ট্রোলারের অভিযান ফুলবাড়িতে। উদ্ধার ১০ লক্ষ টাকার বেআইনি ওষুধ। পলাতক দোকান মালিক মিঠু সরকার ও বাপ্পা সরকার। ঘটনাকে ঘিরে তুমুল হইচই গঙ্গারামপুর এর ফুল বাড়িতে।
জানা গেছে, গঙ্গারামপুরের ফুলবাড়িতে অবস্থিত আমান ডায়গনস্টিক সেন্টারটি থেকেই বেশ কিছুদিন ধরে জাল ওষুধ বিক্রি চলছিল বলে অভিযোগ। শুধু তাই নয় দু বছর আগে দোকানের লাইসেন্স বাতিল হয়ে গেলেও নতুন ভাবে কোন নবীকরণই করান নি দোকান মালিক মিঠু সরকার ও বাপ্পা সরকার। যেখানে গড়ে তুলেছিলেন একটি ডাক্তারের চেম্বার ও।
যার গোপন খবর পেয়েই পুলিশকে সঙ্গে নিয়ে ওই ওষুধের দোকানে হানা দেয় দক্ষিণ দিনাজপুর ড্রাগ কন্ট্রোলের একটি বিশেষ টিম। যেখান থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১০ লক্ষ টাকার জাল ওষুধ। ঘটনার পরেই সিল করা হয়েছে ওই ওষুধের দোকান ও ডাক্তারের চেম্বারটি। যদিও ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়েছে ওই ওষুধ ব্যবসায়ী মিঠু সরকার ও বাপ্পা সরকার।