সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১০,ফেব্রুয়ারি :: আজ শিলিগুড়িতে নৈনিতাল ন্যান্সি কনভেন্ট স্কুলের প্রেস মিট অনুষ্ঠিত হলো। এদিন দুপুরে এই প্রেস মিট অনুষ্ঠিত হয়। এই স্কুলটি দীর্ঘ ৩০ বছর পুরোনো। নৈনিতালের বুকে গড়ে উঠা এই স্কুলটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। এদিন স্কুলের এক কর্ণধার সৈয়দ আহমেদ জানান, ক্লাস ওয়ান থেকে এই স্কুলে পড়াশোনা শুরু হয় ক্লাস টুয়েলভ পর্যন্ত রয়েছে।
স্কুলটি সিবিএসসি বোর্ড পরিচালিত। তিনি আরো জানান এই স্কুলে ঘরোয়া পরিবেশে শিক্ষার্থীদের জন্য পরবার সুযোগ হয়েছে। শিক্ষার্থীদের পড়বার জন্য সব রকম সুযোগ-সুবিধা রয়েছে। উত্তরবঙ্গের অন্যতম শহর শিলিগুড়িতে তাদের একটি অফিস খোলা হবে অদূর ভবিষ্যতে। যাতে শিলিগুড়ি থেকে শিক্ষার্থীরা এই স্কুলে পড়বার সুযোগ সুবিধা পায়। তিনি আরো জানান দুস্থ কিন্তু মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ এর মাধ্যমে স্কুলে পড়বার সুযোগ রয়েছে ।