সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙ্গড় :: পাওয়ার গ্রিড আন্দোলনে ফের উত্তাল ভাঙ্গড়। বুধবার পাওয়ার গ্রিড গেটের সামনে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ এ সামিল হয় আন্দোলনকারীরা। টায়ার জ্বালিয়ে রাস্তায় বসে পড়ে কয়েকশো গ্রামবাসী। আন্দোলনকারীদের দাবি সরকারের সঙ্গে তাদের যে চুক্তি হয়েছিল আন্দোলন তুলে নেওয়ার জন্য, সেই যুক্তি আজও কার্যকর করা হয়নি।
শুধু তাই নয় এই এলাকায় হিমঘর করার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই হিমঘর আজও কার্যকর করা হয়নি। ইতিমধ্যে এই ঘটনায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ভাঙ্গড়ের পাওয়ার গ্রিড এলাকাতে। উল্লেখ্য ২০১৭ সালের পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে উত্তাল হয় ভাঙ্গড়। পরবর্তীতে একাধিক আন্দোলন সূচিত হয় এই পাওয়ার গ্রিড কে কেন্দ্র করে।