ধূপগুড়ি তে আয়োজিত হলো আন্ত: রাজ্য দাবা ও বসে আঁক প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: সোমবার ১২,ফেব্রুয়ারী :: সারস্বত উৎসব উপলক্ষে ধূপগুড়ি প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত হলো বসে আঁক ও দাবা প্রতিযোগিতা । সারস্বত উৎসবের প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন ধূপগুড়ির মহকুমা শাসক । রবিবার ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে এক হাজারেরও বেশি প্রতিযোগীকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও আন্ত রাজ্য দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।

আন্ত রাজ্য দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় শতাধিক প্রতিযোগী ।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এতে অংশ গ্রহন করেন । এছাড়াও বসে আঁক তে ১১২৮ জন স্কুল পড়ুয়া ও শিশু অংশ গ্রহন করেন । চার টি বিভাগে এই আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধূপগুড়ি মহাকুমা শাসক তমজিত চক্রবর্তী।

উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারি সভাধিপতি সীমা চৌধুরী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মমতা সরকার বৈদ্য , পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর,ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য অরুপ দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 6 =