উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বর্ধমান মেডিক্যাল কলেজে হসপিটালে 17 টি জলের কল খারাপ থাকায় হসপিটালে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এই নিয়ে হসপিটালের রোগীর পরিবারদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।এই বিষয়ে হাসপাতালের সুপার ডাক্তার তাপস ঘোষ বলেন বিষয় টি জানা নেই, তবে এমন হলে খুব শীঘ্রই কাজ শুরু হবে।জলের সংকট মিটে যাবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে 17 টি পানীয় জলের কল আছে।
বেশ কিছু দিন ধরে এইসব কল গুলো অচল হয়ে পড়ে আছে, এতে কর্তৃপক্ষের কোনো হুশ নেই । এই হাসপাতাল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হসপিটাল।এই খানে শুধু বর্ধমান নয় আশ পাশ জেলা সহ রাজ্য থেকেও রোগীরা আসে।জল না থাকায় হসপিটালের বাইরে থেকে জল আনতে হয় ।এতে রোগীর পরিবার হয়রানী হচ্ছে।এক রোগীর পরিবার শেখ ইকবাল বলেন এতো বড় হসপিটালে এতো গুলো কল খারাপ, তাই বাইরে থেকে জল এনে খেতে হচ্ছে।হাসপাতালে কল থাকতে বাইরে থেকে জল কিনে খাচ্ছি ।