নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: বৃহস্পতিবার ১৫,ফেব্রুয়ারি :: মেদিনীপুর শহর জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ক্লাব ও অন্যান্য প্রতিষ্ঠানের উদ্যোগে যেমন পূজা হচ্ছে তেমনি অনেক পারিবারিক পূজাও হচ্ছে। সব কিছুকে ছাপিয়ে বরাবরের মতো এবারও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে মেদিনীপুর কলেজ স্কোয়ারের পূজা গুলো।
কলেজ স্কোয়ারের পূজা গুলো বিভিন্ন ক্লাব বা সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত হলেও বেশিরভাগ পূজা গুলোর পিছনে রয়েছে তৃণমূল,বিজেপি, সিপিআইএম, কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের কর্মীরা। তবে বেশ কয়েকটি অরাজনৈতিক সংগঠনের উদ্যোগেও পূজা হচ্ছে। রাজনীতি প্রভাবিত পূজামন্ডপ গুলো ভরে উঠেছে রাজনৈতিক কুটকাচালিতে।
নানা রকম ব্যাঙ্গাত্বক ছড়া আর কার্টুনে ভরে উঠেছে মন্ডপ গুলো। পাশাপাশি নিজেদের সমর্থক দলের সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়েছে। অরাজনৈতিক মন্ডপগুলোতে নানা সমাজ সচেতনতার বার্তা দেওয়া হয়েছে।এখানেই রয়েছে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের মন্ডপ। একটু দূরেই বিদ্যাসাগর বিদ্যাপীঠ বয়েজ ও গার্লস এবং অলিগঞ্জ স্কুলের পূজা।
কলেজ স্কোয়ার চত্বরেই অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুর প্রেস ক্লাব এবং মেদিনীপুর আর্টিস্ট ফোরামের চিত্র প্রদর্শনী।এখানেই যামিনী রায়কে শ্রদ্ধা জানিয়ে ‘রেড ক্যাসেল’ তাদের মন্ডপ বানিয়েছে । তাক লাগানো প্রতিমা তৈরি করেছে অবসর ও ব্যাতিক্রম। অবসরের মন্ডপও চোখ ধাঁধানো। আর এই সব দেখতে ভীড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ।