নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানাগড় :: বৃহস্পতিবার ১৫,ফেব্রুয়ারি :: ১৪ই ফেব্রুয়ারি উপলক্ষ্যে পানাগড়ে কংগ্রেসের কালা দিবস পালিত হলো। বুধবার বিকাল ৫টা নাগাদ পানাগড় বাজারের চৌমাথা মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে ও মোমবাতি জ্বালিয়ে তাদের শ্রদ্ধা জানান কংগ্রেস কর্মীরা।
পাশাপাশি এদিন পানাগড় বাজারের চৌমাথা মোড় থেকে মোমবাতি নিয়ে শহীদদের উদ্যেশ্যে মৌন মিছিল করেন কংগ্রেস কর্মীরা। এদিন পানাগড় বাজারের চৌমাথা থেকে মিছিল শুরু করে মিছিল পানাগড় বাজারের গুরুদুয়ার হয়ে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে মিছিল শেষ হয়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি,জেলার সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস,প্রবীণ কংগ্রেস নেতা ইন্দ্র কুমার মেহেরা সহ অন্যান্যরা। ব্লক সভাপতি পুরব ব্যানার্জি অভিযোগ করেন গত লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামায় ৪০ জন জওয়ান শহীদ হয়েছিলেন। বিজেপি শাসিত কেন্দ্র সরকার দুষ্কৃতীদের আজও সনাক্ত করতে পারলো না। যেখানে সৈনিকরা সুরক্ষিত নেই সেখানে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে সেই নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।