সরস্বতী পূজা উপলক্ষ্যে বুধবার কাঁকসার বাঁশকোপা গ্রামে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ১৫,ফেব্রুয়ারি :: সরস্বতী পূজা উপলক্ষ্যে বুধবার বিকাল ৪টে নাগাদ কাঁকসার বাঁশকোপা গ্রামে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার,দখিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল,কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য,

কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য নব কুমার সামন্ত,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস প্রেসিডেন্ট কবি দত্ত,সহ বিশিষ্ট জনেরা। উদ্যোক্তারা জানিয়েছেন প্রায় ১৫বছর ধরে তারা সরস্বতী পূজা উপলক্ষ্যে দুঃস্থদের বস্ত্র বিতরণ করে আসছেন। এবছর ৩০০ জন মহিলাকে শাড়ি,১০০ জন পুরুষকে জামা ৫০ জন পুরুষকে ধুতি ও এলাকার শতাধিক পড়ুয়ার হাতে কলম তুলে দেন রাজ্যের মন্ত্রী ও বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + two =