নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: শনিবার ১৭,ফেব্রুয়ারি :: তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরে প্রাণ গিয়েছিল বছর ৬০ এর সুঁকচাদ সেখের। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা মর্গে পাঠায় পুলিশ।
এরই মাঝে সালার থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে এই খুনের সঙ্গে যুক্ত থাকা তিনজনকে গ্রেপ্তার করে । ধৃতদের নাম মেহেরাজ সেখ, সুরজ সেখ ও মুজিদ সেখকে। এদের মধ্যে মেহরাজ সেখ তালিবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। এদের তিনজনকে প্রাথমিক চিকিৎসা করিয়ে কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়।