নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: শনিবার ১৭,ফেব্রুয়ারি :: এবার থেকে নতুন পদ্ধতি ব্যবহার করা যাবে চাষাবাদে। চাষের জমির উপর ড্রোন উড়িয়ে সল্প সময়ের মধ্যে বিঘা বিঘা জমিতে কীটনাশক সহ বিভিন্ন ওষুধ ছড়ানোর এই নতুন পদ্ধতি ব্যবহার করতে পারবেন চাষিরা।
এই ড্রোন টি ৫০% সাবসিটি তে কিনতে পাওয়া যাবে বা কোন চাষীর যদি সামর্থ না থাকে সেক্ষেত্রে তারা ভাড়া নিতে পারবেন। বনগাঁ বাগদা গাইঘাটা এই তিনটে ব্লকে আজ থেকে এই ড্রোন পাওয়া যাবে। শুধু তাই নয় সারও ছড়ানো যাবে ড্রোনের ব্যবহার। ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে চাষের জমিতে ব্যবহার করা হয় ড্রোন। পাশাপাশি এলাকার চাষীদেরও প্রশিক্ষণ দেওয়া হয় ।