নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পেট্রাপোল :: রবিবার ১৮,ফেব্রুয়ারি :: বর্ডার সিকিউরিটি ফোর্সের (দক্ষিণবঙ্গ সীমান্ত) জওয়ানরা তিনটি পৃথক ঘটনায় এবং আইসিপি পেট্রাপোল থেকে খালি ট্রাকের মাধ্যমে সোনার সম্ভাব্য চোরাচালান সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোনা পাচারের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।
১৪৫ বাহিনী বিএসএফ আইসিপি পেট্রাপোলের সতর্ক জওয়ানরা, ২২টি সোনার বিস্কুট এবং ০৩টি সোনার পেস্ট সহ ০৩ জন চোরাকারবারীকে ধরেছে। যারা বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল। সোনার মোট ওজন আনুমানিক ৩.৬২৮ কেজি, আটক সোনার আনুমানিক মূল্য ২,২৫,৫২,০৪৮/- টাকা