সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ১৮,ফেব্রুয়ারি :: বয়স মাত্র ২২ এর মধ্যেই দুটো এর ডবল সেঞ্চুরির মালিক যস্বসী জাসওয়াল। এদিন রাজকোট জয়সওয়ালের রূপকথায় মোজে উঠল। শনিবার খেলতে নামার আগেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া ,ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নেন খেলার থেকে রবিচন্দ্র অশ্বিন।
ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশাহত হয়ে পড়েছিলেন দশজনের ভারত কি সামলাতে পারবে ইংরেজদের?। আসলে এটাই হলো টিম ইন্ডিয়া কোন সমীকরণ যেখানে খাটেনা। সিরাজদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে খুব তাড়াতাড়ি ধ্বসে পড়ে ইংরেজদের ব্যাটিং লাইনআপ। তারপরেই শুরু হয় জয়সওয়ালের রূপকথা। ইংল্য
ইংরেজদের সৃষ্টি বাজবলে ইংল্যান্ডকে কিস্তিমাত। দ্বিতীয় ইনিংস এর প্রথম থেকেই একদিনের স্টাইলে খেলা শুরু করেন জাসওয়াল। তবে কালকে রিটায়ার্ড হয়ে যান পুরো সময় মাঠে ছিলেন না। এদিন আবারো তাকে স্বমহিমায় দেখা যায়। অ্যান্ডারসনকে পরপর তিন বলে তিনটি ছক্কা মেরে নিজের দ্বিশতরন পূরণ করেন। শেষ পর্যন্ত ২১৪ রানের নট আউট থেকে যান জাসওয়াল। তবে তাকে তার স্বপ্ন পূরণের ক্ষেত্রে যোগ্য সহায়তা করেন সরফরাজরা। রাজকোটে সৃষ্টি হয় জয়সওয়ালের রূপকথা।