নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১৯,ফেব্রুয়ারি :: আধার কার্ড বাতিল হবার ঘটনায় কেন্দ্র সরকারকেই দায়ি মনে করছেন মতুয়ারা। বর্ধমানে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের তরফে সাংবাদিক সম্মেলনে এই কথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে তারা জানান, ২০১৯ এর পরে হঠাৎই এবারের জানুয়ারি মাস থেকে আধার কার্ড বাতিল হতে শুরু করেছে।
আধার কার্ড না থাকলে বিরাট অসুবিধার মধ্যে পড়তে হবে। বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু মানুষদের শান্তি কেড়ে নিতে এই কাজ করা হচ্ছে। তারা জানান,মতুয়াদের বেশিরভাগ শান্তনু ঠাকুরকে দেখে বিজেপিকে ভোট দিয়েছেন। কিন্তু কেন্দ্রে মন্ত্রী হবার পর থেকে তাদের আর পাত্তা দিচ্ছেন না তিনি। এতে তারা ক্ষুব্ধ।