নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১৯,ফেব্রুয়ারি :: শীতের বিদায় বেলা আসন্ন, গরমে জঙ্গল সাফারি তুলনা হয় না। সাধারণত বর্ষার সময় অন্তত তিন মাস জঙ্গল বন্ধ থাকে। সেই ক্ষেত্রে গরমে জঙ্গল সাফারি কোন বিকল্প নেই। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়িগামী ট্রেনে চেপে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে, সেখান থেকে শিলিগুড়ি আর শিলিগুড়ি থেকে গাড়ি করে চলে যাওয়া যাবে জঙ্গলে।
জঙ্গল মানেই বক্সা, পর্যটকদের বরাবর বক্সা আকর্ষণ করে থাকে। বক্সার পাহাড়কে ঘিরে রয়েছে ঘন জঙ্গল। এখানে রয়েছে একটি দুর্গ। যে দুর্গ বহু পুরনো পর্যটকদের কাছে নিঃসন্দেহে আকর্ষণীয়। বক্সার দুর্গম অরণ্য আগেও যেমন ছিল এখনো সেই রকমই রয়েছে। দিনের বেলাতেও গা ছমছম ভাব আলো পৌঁছয় না। তাই এই গা ছমছম ভাব নিয়ে জঙ্গল সাফারি মজাই আলাদা।
পর্যটকদের অনেকের কাছে এই গা ছমছম ভাব নিয়ে জঙ্গল সাফারি এক দুর্দান্ত অনুভূতি। বক্সা যাওয়ার পথে রয়েছে প্রচুর চা কফি মোমোর দোকান। এক ভাবে চলতে চলতে জিরিয়ে নেওয়ার অবসর সময়। সাধারণত প্রতিবছর গরমের সময় প্রচুর পর্যটক দূর-দূরান্ত থেকে এই বক্সার জঙ্গল দর্শন করবার জন্য এসে থাকেন।
বক্সা বরাবর পর্যটকদের কাছে আকর্ষণীয়। অনেকে গা ছমছম মনোভাব নিয়ে বক্সার জঙ্গল সাফারি করতে ভালোবাসেন। অনেকেরই পাহাড় পছন্দ নয় পছন্দ জঙ্গল। আর জঙ্গল মানেই বক্সা, এক গা ছমছম মনোভাব নিয়ে বক্সার জঙ্গল সাফারি করার মজাই আলাদা।