পাম্প অপারেটরের নিয়োগ নিয়ে বিক্ষোভ পূর্ব মেদিনীপুরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: সোমবার ১৯,ফেব্রুয়ারি :: পূর্ব মেদিনীপুর: কেন্দ্র সরকারের জল জীবন মিশন প্রকল্পে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের আলুয়াচক গ্রামে হুড়িনান পানীয় জল সরবরাহ প্রকল্পে সম্প্রতি পাম্প অপারেটরের জন্য তিনজনকে নিয়োগ করা হয়। আর এই নিয়োগকে কেন্দ্র করে আজ সকালে বিক্ষোভ ও অফিসে তালা ঝোলান স্থানীয় বিজেপি নেতৃত্বরা।

বিজেপির অভিযোগ, এই এলাকা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি সবই দখল বিজেপির। আলুয়াচক গ্রামে এই জল প্রকল্পের অফিসে কর্মী নিয়োগের ক্ষেত্রে খারুই ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী গুছাইতের পাঠানো নাম বাতিল করে স্থানীয় তৃণমূল কর্মীদের নিয়োগ দিয়েছে জেলাপরিষদের সভাধিপতি এমনটাই অভিযোগ।

আর এই কারনেই আলুয়াচক গ্রামে পি এইচ ই অফিসে বিক্ষোভ ও তালা ঝোলালো পঞ্চায়েত প্রধান জয়শ্রী গুছাইত সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা।বিজেপির আরো দাবী এই গ্রামে ৩ জনকে নিয়োগ মোটা টাকার বিনিময়ে হয়েছে।তাই এই বেআইনি অপারেটর নিয়োগ বাতিল করতে হবে বলে দাবী করেন জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 5 =