সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ১৯,ফেব্রুয়ারি :: ভারতীয় দলে ভরত অধ্যায় কি পরিসমাপ্তি ঘটলো? রাজকোটে টেস্ট অভিষেক ঘটছে উত্তরপ্রদেশের বছর ২৩ এর উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেলের।ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টো টেস্টে উইকেটকিপিং এর দায়িত্ব সামলান কেএস ভরত। তবে তিনি আস্থা রাখতে পারেনি ভারতীয় টিম ম্যানেজমেন্টর কাছে। সেই কারণেই তাঁর জায়গায় রাজকোটে ধ্রুবকে সুযোগ দেওয়া ।
কার্গিল যুদ্ধে লড়াকু সৈনিকের ছেলে ধ্রুব সেই সুযোগকে কাজে লাগিয়েছেন। ভারতীয় টিমে উইকেট কিপার ব্যাটার নতুন তরুণ তুর্কির উত্থান হয়েছে। তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি এক অবিশ্বাস্য রান আউট করে রীতিমতো নজর কেড়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৩৪ রানে বিশাল ব্যবধানে রাজকোট টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া। বেন স্টোকসদের সামনে মাত্রা ছিল ৫৫৭ রানের।
চতুর্থ দিন রান তাড়া করতে নামে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৫৩ রান করেছিলেন বেন ডাকেট, দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রান আউট হন। ৬.১ ওভারে ডাকেট রান আউট হয়ে ফেরেন। পেছনে রয়েছে ধ্রুব জুরেলের অনবদ্য স্টাম্পিং। জ্যাক ক্রলির সম্মতি না নিয়েই রান নিতে ক্রিজ থেকে বেরিয়ে পড়েন বেন ডাকেট।
জ্যাক ক্রলি রান নিতে না চাওয়ায় কারণে মাঝপথে ফিরে যান ডাকেট।সুযোগ কাজে লাগান মহম্মদ সিরাজ বল ছুঁড়ে দেন ধ্রুবর দিকে। দ্রুত বল স্টাম্পে ছুইয়ে দেন ধ্রুব। বাজ পাখির মত উড়ে গিয়ে উড়ে গিয়ে স্টাম্প ভাঙেন। তারপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি ক্রিকেট অনুরাগীদের নজর কাড়ে।