নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: সোমবার ১৯,ফেব্রুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সন্দেশখালি দু’নম্বর ব্লকে জমি দখল করে মেছোভেরি তার নিজের টাকা আত্মসাৎ অভিযোগ করছিল শাসক দলের দুই প্রভাবশালী নেতার বিরুদ্ধে । উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরা ইতিমধ্যে পুলিশের জালে দুই নেতা | গতকাল তৃণমূলের তিন মন্ত্রী সুজিত বসু বিরবাহ হাঁসদা পার্থ ভৌমিক এসে কমিটি গঠন করে গেছেন ।
চিত্র পরিচিতি :: সন্দেশখালি ধাবা খালি হয়ে বাসে করে বারাসত জেলা শাসকের দপ্তরে তারা হাজির
বলে গেছেন যারা জমির নিজের টাকা পাননি দল তাদের অর্থ সংগ্রহ করে সেই টাকা ফেরত দেবে। পাশাপাশি যাদের উপযুক্ত নথিপত্র আছে। সেই কথামতো আজ ৩২ জন পাট্টা আদিবাসী পরিবারকে তাদেরকে নিয়ে সন্দেশখালি থেকে বাসে রওনা হলেন সন্দেশখালি দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মনীষা সদ্দার ।
তিনি উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দপ্তরে যাবেন এবং তাদের উপযুক্ত নদীপত্র দেখিয়ে যাতে এই আদিবাসী পরিবার গুলো পাট্টা পায় তার সব রকম ব্যবস্থা করছে শাসক দলের নেতারা । সন্দেশখালি ধাবা খালি হয়ে বাসে করে বারাসত জেলা শাসকের দপ্তরে তারা হাজির হবে সেই ছবি দেখা গেল।