নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: মঙ্গলবার ২০,ফেব্রুয়ারি :: আধার কার্ড বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন কাঁকসার ১১ মাইলের বাসিন্দা আশা বিশ্বাস। গত দুদিন আগে তার কাছে পোস্ট অফিসের মাধ্যমে তার আধার কার্ড বাতিলের চিঠি আসে। আশা বিশ্বাস বীরভূমের ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া।
আধার কার্ড বাতিল হওয়ায় তার রেজিস্ট্রেশন বাতিল হয়েছে বলে জানিয়েছেন তিনি। হঠাৎ করে আধার কার্ড বাতিল হওয়ায় এবং কলেজে রেজিস্ট্রেশন না করতে পারায় তার পরীক্ষায় বসা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও ইতিমধ্যে তার বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য। তিনি ওই ছাত্রীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
কাঁকসা বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাবাস্যুম খাতুন জানিয়েছেন এই বিষয়ে তারা অভিযোগ পেয়েছেন বনকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১১ মাইল এলাকায় প্রায় ১১ জনের আধার কার্ড বাতিল হওয়ার খবর এসেছে। তবে ওই ছাত্রী যাতে পরীক্ষায় বসতে পারে তার জন্য কাঁকসার ভিডিওর সাথে কথা বলে প্রশাসনিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।