নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: মঙ্গলবার ২০,ফেব্রুয়ারি :: আধার কার্ড বাতিলের চিঠি আসতে শুরু করেছে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে আর তার আঁচ পড়লো এবার কৃষ্ণগঞ্জ ব্লকের মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যেও। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের তারকনগরে এবার মতুয়াদের মধ্যেও ক্ষোভ ক্রমশ বাড়ছে।
নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের তারক নগরের মতুয়া সম্প্রদায়ের মানুষের বলছেন, তাদের এখানে কুড়ি হাজার মানুষের বাস। তার মধ্যে প্রায় সাতশ মানুষের কাছে আধার কার্ড বাতিলের নোটিশ এসেছে। এই নিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষ একরাশ ক্ষোভ উগড়ে দিলেন।
তাদের দাবি, তাদের যদি আধার কার্ড বাতিল হয় তাহলে মতুয়া বংশের সন্তান তথা মন্ত্রী শান্তনু ঠাকুরেরও আধার কার্ড বাতিল হোক। আর আধার কার্ড বাতিল নিয়ে দুশ্চিন্তায় ঘুম উড়েছে নদীয়ার সীমান্তবর্তী এলাকা সহ বিভিন্ন গ্রামগঞ্জে। এ বিষয়ে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন বলে জানান। ওপর থেকে যেভাবে নির্দেশ আসবে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে বলেও সাধারণ মানুষের উদ্দেশ্য জানিয়েছেন।