ফের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৬ কোটি টাকার সোনা সহ এক পাচারকারীকে আটক করেছে বিএসএফ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: মঙ্গলবার ২০,ফেব্রুয়ারি ::   ভারত বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৬ কোটি টাকার সোনা সহ এক পাচারকারীকে আটক করেছে বিএসএফ। দক্ষিণবঙ্গ সীমান্তের নদিয়ার ৩২ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি নদিয়ার ভীমপুর ও কৃষ্ণগঞ্জ থানা এলাকার শেষ সীমান্তে বিপুল সংখ্যক সোনা আটক করে সীমান্তরক্ষীরা।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা ঐ এলাকা থেকে ১৬টি স্বর্ণের বার সহ ৪ টি সোনার বিস্কুট উদ্ধার করে। উদ্ধার হওয়া সোনার ওজন আনুমানিক ১০ কেজি.৭৩৭ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় সাত কোটি টাকার কাছাকাছি। বিএসএফ সুত্রে খবর চোরাকারবারিরা সোনার বাট গুলো বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল আর তখনই বিএসএফ ধরে ফেলে।ধৃত পাচারকারীর নাম ইমাদুল বিশ্বাস। ঘটনায় আরো এক পাচারকারী পলাতক। আজ ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালত তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =