সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: নিউজ ব্যুরো :: বৃহস্পতিবার ২২,ফেব্রুয়ারি :: একদিকে যেমন পশ্চিমী ঝঞ্ঝার কারণে কাশ্মীরের তুষারপাতের ঘটনা ঘটছে অপরদিকে উল্টো ঘটনা ঘটছে রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাড়ছে গরম। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত ও কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর মিলেছে। শহর কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। রয়েছে বৃষ্টিপাতের সময় বজ্রপাতের সম্ভাবনা। ফেব্রুয়ারি মাসের শেষের দিক চলছে তবে রাজ্য জুড়ে বাড়ছে গরম বিশেষ করে দক্ষিণবঙ্গে। তবে শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।