দুই বাংলা কাছাকাছি আসলেও আইনের বেড়াজালে অনেক দূরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ২৩,ফেব্রুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের সীমান্ত এলাকা বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি রাম সীতা   মন্দির । সীমান্ত পিয়ারের উপরেই তৈরি হয়েছে ৪০০ বছরের পুরনো রাম মন্দির ।

স্থানীয়দের সূত্রে জানা যায় এই মন্দির এক সময় ছিল বাংলাদেশের সাতক্ষীরা জেলার কাড়াগাছি গ্রামে দেশ ভাগ হবার আগেই এই মন্দির চলে আসে সীমান্তবর্তী এলাকা তারালীর জিরো পয়েন্টের উপরে । তখন এপার বাংলা ওপার বাংলার মানুষ যৌথভাবে এই মন্দিরে পূজা দিতেন এখন আইনের বেড়াজালে ওপার বাংলার মানুষ আসতে পারেন না এপারে ।

তাই ভক্তরা সীমান্তের সময় নদীর উপর থেকে ফুল মিষ্টি ফল নদীতে ভাসিয়ে দেয় রাম সীতা মন্দিরের উদ্দেশ্যে প্রায় সাড়ে চারশো বছর ধরে এপার বাংলার ওপার বাংলার সম্প্রীতির মিলবন্ধন এই তারালি রাম সীতা মন্দির আইনের বেড়াজালে আটকে গেলেও দূর-দূরান্ত থেকে এপার বাংলা এবং ওপার বাংলার সীমান্তে চলে আসেন মানুষ ।

কেউ বা ১০ বছর পরে ওপার বাংলার আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করেন কেউবা পাঁচ বছর পরে ওপার বাংলার আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করেন সোনাই নদীর পাড়ে দীর্ঘদিন ধরেই এপার বাংলার ওপার বাংলার এই সম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন চলছে সরুপনগর এর বিথারি হাকিম পুর গ্রাম পঞ্চায়েতের জিরো পয়েন্টে তারালি রাম সীতা মন্দিরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 5 =