রাঁচি টেস্ট স্পিন সহায়ক হতে পারে! জানালেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শুক্রবার ২৩,ফেব্রুয়ারি :: আজ  ২৩শে ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড এর চতুর্থ টেস্ট ম্যাচ। প্রসঙ্গত এই টেস্ট ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ ভারত বর্তমানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে রয়েছে। এই টেস্ট ম্যাচটি জিতে গেলে ভারত সিরিজ জিতে নেবে।

অপরদিকে এই ম্যাচটি ইংল্যান্ডের কাছে মরণ বাচন কারণ ম্যাচটি হারলেই তাদের সিরিজ আর হবেনা । বলাবাহুল্য যথেষ্ট টক্কর হবে দুটো দলের মধ্যে। আগামী ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচ। রাঁচিতে অনুষ্ঠিত হবে এই টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানান যথেষ্ট স্পিন সহায়ক হতে পারে পিচটি। স্পিনাররা পিচটি থেকে সুবিধা পাবে।

ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর আরো জানান এই টেস্ট ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে সিরিজের সবথেকে ভালো ফর্মে থাকা বুমরাকে। বিক্রম রাঠোর এই বিষয়ে আরো জানান এই ধরনের বোলার কে একটানা খেলানো ঠিক নয়। চলতি সিরিজে প্রচুর বল করেছে, আগামীতে রয়েছে ঠাসা ক্রীড়া সূচি । আইপিএলে রয়েছে এই কারণেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সম্পূর্ণ ফিট রয়েছে বুমরা এ বিষয়ে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =