নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২৩,ফেব্রুয়ারি :: রঞ্জি ট্রফিতে বিহারের বিরুদ্ধে ম্যাচ খেলে অবসর নিয়েছেন বাংলার নির্ভরযোগ্য ক্রিকেটার মনোজ তিওয়ারি। অনেকেই ভেবেছিলেন তিনি আর ২২ গজে ফিরবেন না। তবে বাংলার ক্রিকেটপ্রেমীদের কাছে সুখবর বেঙ্গল প্রিমিয়ার লিগে খেলতে পারেন মনোজ তিওয়ারি। প্রসঙ্গত এই বছর জুন মাসে বেঙ্গল প্রিমিয়ার লিগ করবার ভাবনা রয়েছে সিএবির।
আইপিএলের ধাঁচে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরুষ ও মহিলা উভয় বিভাগের প্রতিযোগিতা হবে। সেই বেঙ্গল প্রিমিয়ার লিগে খেলতে পারেন মনোজ তিওয়ারি এমনটাই ইঙ্গিত মিলেছে। এই বেঙ্গল প্রিমিয়ার লিগের যাবতীয় নকশার ভার রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। মনোজ তিওয়ারি এই বিষয়ে জানিয়েছেন তার ইচ্ছে রয়েছে বেঙ্গল প্রিমিয়ার লিগের খেলার।
প্রথমবার টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে , আসলে তিনি এই প্রিমিয়ার লিগে খেলার মাধ্যমে এই টুর্নামেন্টটি জনপ্রিয় করার চেষ্টা করতে পারবেন। জমজমাট হবে এই বেঙ্গল প্রিমিয়ার লিগ একেবারে আইপিএলের ধাঁচে হবে টুর্নামেন্ট। চলতি বছর জুন মাসে এই টুর্নামেন্ট হওয়ার কথা রয়েছে। তবে শুধুমাত্র বাংলা ক্রিকেটাররাই এই টুর্নামেন্টে খেলতে পারবেন।