সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শনিবার ২৪,ফেব্রুয়ারি :: রোগীদের ভিড়ের চাপ প্রতিদিনই বাড়ছে বারুইপুর মহকুমা হাসপাতালে। এক বেডেই থাকতে হয় দু’জন রোগীকে। এই সমস্যা সমাধানে হাসপাতালে দোতলা ভবনের উদ্বোধন হয়ে গেল ।
এদিন অনুষ্ঠানে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রী বিশাল, সাংসদ শুভাশিস চক্রবর্তী সহ অন্যরা। জানা গিয়েছে, এই ভবনে ৫০টি বেড দেওয়া হবে। হাসপাতালের মেল বিভাগ এই নতুন ভবনে স্থানান্তরিত হতে পারে।
জেলা পরিষদের মৎস্য বিভাগের অনুদানে প্রায় ১ কোটির বেশি অর্থে এই ভবন নির্মিত হয়েছে। এদিন, নতুন ভবনের পাশাপাশি, মহকুমা হাসপাতাল থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়ার জায়গায় শেডের উদ্বোধন হয়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, হাসপাতালে পরিষেবা উন্নত করার চেষ্টা হচ্ছে। চিকিৎসকদেরও দায়সারা ভাবে চিকিৎসা করে রেফার করে দিলে হবে না। দায়িত্ব নিতে হবে।