হাতে রয়েছে দুরন্ত ইন সুইং! ছয় মাসের মধ্যে বাবা দাদাকে হারিয়েও ক্রিকেটের স্বপ্ন হারিয়ে ফেলেননি আকাশদীপ

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শনিবার ২৪,ফেব্রুয়ারি :: রাঁচিতে ভারত সিরিজ জয়ের ম্যাচে নেমেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই ম্যাচটি জিততে পারলেই সিরিজ নিজেদের পকেটে করতে পারবে। গোটা সিরিজের সবচেয়ে সফলতম বোলার বুমরা কে বিশ্রাম দেওয়া হয়েছে।

তার জায়গায় খেলছেন আকাশদীপ। প্রথম ম্যাচে দুর্দান্ত ও পারফরম্যান্স আকাশ দীপের । ইংল্যান্ডের টপ অর্ডারে ভাঙন ধরিয়ে দিয়েছেন। তবে জাতীয় দলে আসবার রাস্তাটা একেবারেই সহজ ছিল না। অনেক চড়াই উৎরাই পথ অতিক্রম করতে হয়েছে তাকে। বিহারের একটি গ্রামে সাধারণ একটি পরিবারের জন্ম। যে পরিবারে খেলাধুলার খুব একটা প্রচলন ছিল না।

তবে ছোট থেকে আকাশদীপের স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। তবে আকাশ দীপের বাবার ইচ্ছে ছিল তার ছেলে ক্রিকেটার না হয়ে চাকরি করুক। তবে কোন কিছুই আকাশদীপকে আটকাতে পারেনি। ছয় মাসের মধ্যে তিনি বাবা ও দাদা দুজনকে হারিয়ে ফেলেন। সেই সময় অনেক কঠিন পরিস্থিতির মধ্যে তাকে যেতে হয়েছে কিন্তু কোন মতে ক্রিকেটকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেননি।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেন আকাশদীপ। তিনি যখন দুর্গাপুরে থাকতেন ৬০০০ টাকা প্রতি টেনিস বল ক্রিকেটের ম্যাচে পেতেন মাসে অন্তত কুড়ি হাজার টাকা হয়ে যেত যা দিয়ে তার সংসার চলত। সমস্ত রকম প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে দিয়ে জাতীয় দলে অন্তর্ভুক্তি হয় আকাশদীপের।

আর অভিষেক ম্যাচ এই দুরন্ত পারফরম্যান্স। কব্জি সোজা রেখে ইন সুইং করতে পারেন আকাশদীপ, এই কারণেই বড় বড় ব্যাটসম্যানদেরও তার বোলিং খেলতে অসুবিধে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 9 =