নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালী :: রবিবার ২৫,ফেব্রুয়ারি :: সন্দেশখালীর উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে ২১ দিনের মাথায় সন্দেশখালিতে পৌঁছানোর চেষ্টা করেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধি দল। শনিবারই বিকেলে তারা দিল্লি থেকে কলকাতায় আসেন। রবিবার সকালে তারা বাসন্তী হাইওয়ে ধরে সন্দেশখালি যাওয়ার জন্য হোটেল থেকে বেরোলে ভোজের হাটেই আটকে দেয় পুলিশ।
পুলিশ জানায় ওই সব অঞ্চলে ১৪৪ ধারা জারি আছে বলে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে ধামাখালি জেটি ঘাটের দিকে যেতে দেওয়া হবে না। তখনই পুলিশের সঙ্গে ফ্যাট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিদের শুরু হয় বাগ বিতান্ডা। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের অভিযোগ সন্দেশখালি নির্যাতিত মানুষদের অভাব অভিযোগ শোনা এবং সুরাহা করার জন্য তারা সন্দেশখালি যাচ্ছিলেন। কিন্তু সন্দেশখালি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরেই পুলিশ তাদের আটকে দেয়।