নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: সোমবার ২৬,ফেব্রুয়ারি :: মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত চন্দ্রসিংহবাটি গ্রামে মহিনা বিবির বাড়ির ছাদে খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হল। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকলের প্রাথমিক অনুমান শবে বরাত উপলক্ষে আতশবাজি পোড়ানো হচ্ছিল এবং সেই আতশবাজির আগুনে হয়তো এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ঘটতে পারে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগালেও পরবর্তীকালে কান্দি দমকল কেন্দ্রে খবর দেয়া হলে কান্দি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বশীভূত হয়েছে বিপুল পরিমাণে খড়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে।