নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: সোমবার ২৬,ফেব্রুয়ারি :: মুখা শিল্পকে প্রাধান্য দিয়েই বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করার প্রস্তাব সুকান্তর। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বালুরঘাট স্টেশন সহ সমগ্র দেশের ৫৫৪ টি অমৃত ভারত স্টেশনের শিলান্যাস হয়।
যে অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, উত্তর-পূর্ব রেলের ডি আর এম সুরেন্দ্র কুমার, গঙ্গারামপুর ও তপনের দুই বিজেপি বিধায়ক ছাড়াও হাজির ছিলেন রেলের অন্যান্য পদস্থ কর্মকর্তারা।
অনুষ্ঠান সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ সুকান্ত মজুমদার বলেন, ৪১ কোটিরও বেশি টাকায় সেজে উঠবে বালুরঘাট স্টেশনটি। অমৃত ভারত প্রকল্পের অন্তর্গত এই স্টেশনটিকে দক্ষিণ দিনাজপুরের অন্যতম শিল্প মুখাশিল্পকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। শুধু তাই নয় লিফট, চলন্ত সিড়ি সহ অত্যাধুনিক ধাচে সেজে উঠবে প্রত্যন্ত এলাকার এই রেল স্টেশনটি।