ভারতীয় রেলের ইতিহাসে জুড়লো নতুন পৃষ্ঠা মোদিজীর হাত ধরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৭,ফেব্রুয়ারি :: ভারতীয় রেলের ইতিহাস জুড়লো নতুন পৃষ্ঠা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে, এক বিশাল কর্মযজ্ঞের সূচনা করলো ভারতীয় রেল।

সোমবার দুপুর প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করলেন দু’হাজার রেলওয়ে প্রকল্পের। রয়েছে ৪১ হাজার কোটি টাকা ব্যয়ে রেলের পরিকাঠামো উন্নয়নের ২০০০টি প্রকল্প। আজ প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে যে ৫৫৩টি রেল স্টেশন নতুন করে সাজিয়ে তোলার কাজের শিলান্যাস হলো বিশ্বমানের স্টেশন থেকে আন্ডার পাস, ফুট ওভার ব্রিজ সবই থাকছে তাতে।

তার পাশাপশি আজ নশিপুর আনগুনা আর বর্ধমানের বড় বেরুগ্রাম সংযোগকারী আন্ডারপাশের আজ শিলান্যাস করা হলো। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি আজ সব প্রকল্পের শিলান্যাস করলেন।একথা জানালেন বাঁকুড়া মশাগ্রাম সেকশনের জুনিয়র ইঞ্জিনিয়ার আকাশ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =