টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর আসর বসছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: মঙ্গলবার ২৭,ফেব্রুয়ারি :: চলতি বছর বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ক্রিকেটে টি-টোয়েন্টি মানে টানটান উত্তেজনা। তার ওপর বিশ্বকাপ যাকে বলা যায় ক্রিকেটের বিশ্বযুদ্ধ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে।

এই দুটি দেশ যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করবে। মোট কুড়িটি দল অংশ গ্রহণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ আয়োজক দেশ হিসাবে আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। এছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তালিকায় প্রথম আটটি দেশ সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবার যোগ্যতা অর্জন করতে পেরেছে।

বাকি দেশগুলি যোগ্যতা নির্ণয়ক পর্ব থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। মার্চ মাস থেকে শুরু হচ্ছে আইপিএল । আইপিএল হয়ে যাবার পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাযুদ্ধ। প্রসঙ্গত গত বছর একদিনের বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।

এবারে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতবার সেরা দাবিদার বলা যেতেই পারে। তারপরে রয়েছে ভারত, ইংল্যান্ড ,নিউজিল্যান্ড। দুর্দান্ত ফর্মে রয়েছে এই টিম তিনটি। ভারতে রয়েছে এক ঝাঁক নতুন তারকা। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল এবার খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

এবারে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবার সুযোগ পেয়েছে নেপাল ও উগান্ডা। তারা যোগ্যতা নির্ণয় পর্বে দুর্দান্ত খেলেছে। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারন জমজমাট হতে চলেছে বলা যেতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + two =